Title (Indic)কালো মেয়ের পায়ের তলায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliকালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।। কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে (মায়ের) একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।। পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ। সিন্ধুতে মা’র বিন্দুখানিক ঠিকরে পড়ে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্–বসন।। Englishkālo meẏer pāẏer talāẏ dekhe yā ālor nāchan| (tār) rūp dekhe deẏ buk pete śhib yār hāte maraṇ bām̐chan|| kālo māẏer ām̐dhār kole śhiśhu rabi śhaśhī dole (māẏer) ekaṭukhāni rūper jhalak snigdh birāṭ nīl–gagan|| pāglī meẏe elokeśhī niśhīthinīr duliẏe keśh neche ber̤āẏ diner chitāẏ līlār re tār nāi ko śheṣh| sindhute mā’ra bindukhānik ṭhikre par̤e rūper mānik biśhbe māẏer rūp dhare nā mā āmār tāi dig–basan||