Title (Indic)আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। আমার কথার ফুল গো, আমার গানের মালা গো- কুড়িয়ে তুমি নিও।। আমার সুরের ইন্দ্রধনু রচে আমার ক্ষণিক তনু, জড়িয়ে আছে সেই রঙে মোর অনুরাগ অমিয়।। আমার আঁখি-পাতায় নাই দেখিলে আমার আঁখি-জল, আমার কণ্ঠের সুর অশ্রুভারে করে টলমল। আমার হৃদয়-পদ্ম ঘিরে কথার ভ্রমর কেঁদে ফিরে, সেই ভ্রমরের কাছে আমার মনের মধু পিও।। Englishākāśhe āj chhar̤iẏe dilām priẏ| āmār kathār phul go, āmār gāner mālā go- kur̤iẏe tumi nio|| āmār surer indradhnu rache āmār kṣhaṇik tanu, jar̤iẏe āchhe sei raṅe mor anurāg amiẏ|| āmār ām̐khi-pātāẏ nāi dekhile āmār ām̐khi-jal, āmār kaṇṭher sur aśhrubhāre kare ṭalmal| āmār hṛdaẏ-padm ghire kathār bhramar kem̐de phire, sei bhramrer kāchhe āmār maner madhu pio||