Title (Indic)আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।। (যাঁর) মুখে শুনি তৌহিদের কালাম — ভয়ে মৃত্যুও করিত সালাম। যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরি ইনসান্।। স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক। হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্। কোথা সে শিক্ষা আল্লাহ্ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যাঁরা। আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্আন্।। Englishāllāte yār pūrṇ īmān kothā se musalmān kothā se āriph abhed yāhār jīban mṛtyu jñān|| (yām̐r) mukhe śhuni tauhider kālām — bhaẏe mṛtyuo karit sālām| yām̐r dīn dīn rabe kām̐pit duniẏā jīn pari inasān|| strī putre āllāre sam̐pi jehāde ye nirbhīk| hese korbāni dit prāṇ hāẏ āj tārā māge bhikh| kothā se śhikṣhā āllāh chhār̤ā, tribhubne bhaẏ karit nā yām̐rā| ājād karite esechhil yām̐rā sāthe laẏe korān||