Title (Indic)ভক্ত নরের কাছে হে নারায়ণ WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliভক্ত নরের কাছে হে নারায়ণ চিরদিন আজ হারি তাই তো তোমায় নামায়েছি ব্রজে গোলক হইতে কাড়ি॥ চতুর্ভুজের দ্বিভুজ হরিয়া বেঁধেছি যশোদা দুলাল করিয়া বনমালা পীত বসন পরিয়া হয়েছ ময়ূর মুকুটধারী॥ রাঙা পায়ে তব নূপুর পরায়ে নাচায়েছি পথ মাঝে হাতে দিয়ে বেণু সাথে দিয়ে ধেণু সাজানু গোপাল সাজে। ভগবান বলে মোরা না ধেয়াই চোর কপট নিঠুর বলি তাই সুমধুর গালি দিয়েছি কানাই বামে দিয়ে রাধা প্যারী॥ Englishbhakt narer kāchhe he nārāẏaṇ chirdin āj hāri tāi to tomāẏ nāmāẏechhi braje golak ha̮ite kār̤i|| chaturbhujer dbibhuj hariẏā bem̐dhechhi yaśhodā dulāl kariẏā banmālā pīt basan pariẏā haẏechh maẏūr mukuṭdhārī|| rāṅā pāẏe tab nūpur parāẏe nāchāẏechhi path mājhe hāte diẏe beṇu sāthe diẏe dheṇu sājānu gopāl sāje| bhagbān bale morā nā dheẏāi chor kapaṭ niṭhur bali tāi sumdhur gāli diẏechhi kānāi bāme diẏe rādhā pyārī||