Title (Indic)যাহা কিছু মম আছে প্রিয়তম সকলি নিয়ো হে স্বামী WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliযাহা কিছু মম আছে প্রিয়তম সকলি নিয়ো হে স্বামী যত সাধ আশা প্রীতি ভালোবাসা সঁপিনু চরণে আমি॥ ধ’রে যা’রে রাখি আমার বলিয়া সহসা কাঁদায়ে যায় সে চলিয়া অনিমেষ, আঁখি তুমি ধ্রুবতারা জাগো দিবসযামী॥ মায়ারি ছলনায় পুতুল খেলায় ভুলাইয়া প্রভু রেখেছিলে আমায় ভুলেছি সে খেলা আজি অবেলায় তোমারই দুয়ারে থামি॥ Englishyāhā kichhu mam āchhe priẏatam sakli niẏo he sbāmī yat sādh āśhā prīti bhālobāsā sam̐pinu charṇe āmi|| dha’re yā’re rākhi āmār baliẏā sahsā kām̐dāẏe yāẏ se chaliẏā animeṣh, ām̐khi tumi dhrubtārā jāgo dibasyāmī|| māẏāri chhalanāẏ putul khelāẏ bhulāiẏā prabhu rekhechhile āmāẏ bhulechhi se khelā āji abelāẏ tomāra̮i duẏāre thāmi||