Title (Indic)বিদেশিনী বিদেশিনী চিনি চিনি WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবিদেশিনী বিদেশিনী চিনি চিনি ঐ চরণের নূপুর রিনিঝিনি॥ দীপ জেগে ওঠে পাথার জলে তোমার চরণ-ছন্দে, নাচে গাঙচিল সিন্ধু-কপোত তোমারি সুরে আনন্দে। মুকুতা কাঁদিছে হার্ হ’তে ওগো তোমার বেণীর বন্ধে। মলয়ে শুনেছি তোমার বলয় চুড়ির রিনিঠিনি॥ সাগর-সলিল হয়েছে সুনীল তোমার তনুর বর্ণে, তোমার আঁখির আলো ঝলমল দেবদারু তরু-পর্ণে। অস্ত-তপন হয়েছে রঙিন তোমার হাসির স্বর্ণে শঙ্খ-ধবল বেলাভূমে খেল সাগর-নটিনী॥ Englishbideśhinī bideśhinī chini chini ai charṇer nūpur rinijhini|| dīp jege oṭhe pāthār jale tomār charaṇ-chhande, nāche gāṅchil sindhu-kapot tomāri sure ānande| mukutā kām̐dichhe hār ha’te ogo tomār beṇīr bandhe| malaẏe śhunechhi tomār balaẏ chur̤ir riniṭhini|| sāgar-salil haẏechhe sunīl tomār tanur barṇe, tomār ām̐khir ālo jhalmal debdāru taru-parṇe| ast-tapan haẏechhe raṅin tomār hāsir sbarṇe śhaṅkh-dhabal belābhūme khel sāgar-naṭinī||