Title (Indic)হায় ভিখারি কাহার কাছে হাত পাতিলে হায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliহায় ভিখারি কাহার কাছে হাত পাতিলে হায়। তোমার চেয়েও আমি যে দীন কাঙাল অসহায়।। আমার হয়ত কিছু ছিল কভু সব নিয়েছেন কেড়ে প্রভু আমায় তিনি নেননি তবু তাঁহার রাঙা পায়।। তোমায় তিনি পথ দেখালেন ভাবনা কিসের ভাই তোমার আছে ভিক্ষা ঝুলি আমার তাহাও নাই। চাইনে তবু আছি পড়ে সংসারে জড়িয়ে ধরে কবে তোমার মতন পথের ধূলি মাখব সারা গায়।। Englishhāẏ bhikhāri kāhār kāchhe hāt pātile hāẏ| teাmār cheẏeo āmi ye dīn kāṅāl asahāẏ|| āmār haẏat kichhu chhil kabhu sab niẏechhen ker̤e prabhu āmāẏ tini nenni tabu tām̐hār rāṅā pāẏ|| teাmāẏ tini path dekhālen bhābnā kiser bhāi teাmār āchhe bhikṣhā jhuli āmār tāhāo nāi| chāine tabu āchhi par̤e saṁsāre jar̤iẏe dhare kabe teাmār matan pather dhūli mākhab sārā gāẏ||