Title (Indic)এসো শারদ প্রাতের পথিক এসো WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliএসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে। এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ-রথে।। দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল নীল লাবনি ঝরায়ে চলচল এসো অরণ্য পর্বতে।। এসো ভাদরের ভরা নদীতে ভাসায়েকেতকী পাতার তরণী এসো বলাকার রঙ পালক কুড়ায়ে রাহি’ছায়াপথ-সরণি। শ্যাম শদ্যে কুসুমে হাসিয়া এসো হিমেল হাওয়ায় ভাসিয়া এসো ধরনীরে ভালোবাসিয়া দুর নন্দন-তীর হতে।। Englisheseা śhārad prāter pathik eseা śhiuli bichhāneা pathe| eseা dhuiẏā charaṇ śhiśhire eseা aruṇ-kiraṇ-rathe|| dali, śhāplā śhāluk śhatdal eseা rāṅāẏe teাmār padtal nīl lābni jharāẏe chalchal eseা araṇy parbate|| eseা bhādrer bharā nadīte bhāsāẏeketkī pātār tarṇī eseা balākār raṅ pālak kur̤āẏe rāhi’chhāẏāpath-sarṇi| śhyām śhadye kusume hāsiẏā eseা himel hāoẏāẏ bhāsiẏā eseা dharnīre bhāleাbāsiẏā dur nandan-tīr hate||