Title (Indic)ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়। খুলে পড়ে গো বাজুবন্দ ধরিতে আঁচল কোন ঘূর্ণি বাতাস এলো ছন্দ-পাগল লাগে নাচের ছোঁয়া দেহের কাঁচ মহলায় হয়ে পায়েলা উতলা সাধে ধরিয়া পায়।। খুলিয়া পড়ে খোঁপায়, কবরীর ফুলহার হাওয়ার এই রূপে গো এলো কি বঁধু আমার এমনি দুরন্ত আদর সোহাগ তার একি পুলক-শিহরেণে পরান মূরছায়।। Englishkṣhyāpā hāoẏāte mor ām̐chal ur̤e yāẏ| khule par̤e go bājuband dharite ām̐chal kon ghūrṇi bātās elo chhand-pāgal lāge nācher chhom̐ẏā deher kām̐ch mahalāẏ haẏe pāẏelā utlā sādhe dhariẏā pāẏ|| khuliẏā par̤e khom̐pāẏ, kabrīr phulhār hāoẏār ei rūpe go elo ki bam̐dhu āmār emni durant ādar sohāg tār eki pulak-śhihreṇe parān mūrachhāẏ||