Title (Indic)বর্ণচোরা ঠাকুর এলো রসের নদীয়ায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবর্ণচোরা ঠাকুর এলো রসের নদীয়ায় তোরা দেখবি যদি আয় তারে কেউ বলে শ্রীমতি রাধা কেউ বলে সে শ্যামরায়।। কেউ বলে তার সোনার অঙ্গে রাধা-কৃষ্ণ খেলেন রঙ্গে; ওগো কেউ বলে তায় গৌর-হরি কেউ অবতার বলে তায়।। তার ভক্ত তারে ষড়ভুজ শ্রী নারায়ণ বলে, কেউ দেখেছে শ্রীবাসের ঘরে কেউ বা নীলাচলে। দুই হাতে তার ধনুর্বাণ ঠিক যেন শ্রীরাম, দুই হাতে তার মোহন বাঁশি যেন রাধা-শ্যাম, আর দু'হাতে দণ্ড ঝুলি নবীন সন্ন্যাসীরই প্রায়।। Englishbarṇachorā ṭhākur elo raser nadīẏāẏ torā dekhbi yadi āẏ tāre keu bale śhrīmti rādhā keu bale se śhyāmarāẏ|| keu bale tār sonār aṅge rādhā-kṛṣhṇ khelen raṅge; ogo keu bale tāẏ gaur-hari keu abtār bale tāẏ|| tār bhakt tāre ṣhar̤bhuj śhrī nārāẏaṇ bale, keu dekhechhe śhrībāser ghare keu bā nīlāchle| dui hāte tār dhanurbāṇ ṭhik yen śhrīrām, dui hāte tār mohan bām̐śhi yen rādhā-śhyām, ār du'hāte daṇḍ jhuli nabīn sannyāsīra̮i prāẏ||