Title (Indic)বনের হরিণ আয় রে বনের হরিণ আয় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবনের হরিণ আয় রে বনের হরিণ আয় কাজল-পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে।। (দেখ্) নেই বনে কেউ এক্লা দুপুর আয় ঝরা পাতায় বাজিয়ে নুপুর, ঝুমুর ঝুমুর তোরে ডাকে নোটন পায়রার দল ডাকে মেঘের ঝরোকায় রে।। কি দেখে তুই ধীরি ধীরি চাস্ রে ফিরি ফিরি, বন্-শিকারির তীর নহে ও, ঝরনা ঝিরি ঝিরি। মাদল বাজে ঈশান কোণে ঝড় উঠেছে আমার মনে সেই তুফানের তালে তালে নাচ্বি চপল পায় রে।। Englishbaner hariṇ āẏ re baner hariṇ āẏ kājal-parā chokh niẏe āẏ āmār āṅināẏ re|| (dekh) nei bane keu eklā dupur āẏ jharā pātāẏ bājiẏe nupur, jhumur jhumur tore ḍāke noṭan pāẏarār dal ḍāke megher jharokāẏ re|| ki dekhe tui dhīri dhīri chās re phiri phiri, ban-śhikārir tīr nahe o, jharnā jhiri jhiri| mādal bāje īśhān koṇe jhar̤ uṭhechhe āmār mane sei tuphāner tāle tāle nāchbi chapal pāẏ re||