Title (Indic)যা সখি যা তোরা গোকুলে ফিরে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliযা সখি যা তোরা গোকুলে ফিরে। যে পথে শ্যামরায় চ’লে গেছে মথুরায় কাঁদিতে দে ল’য়ে সেই পথ ধূলিরে॥ এ তো ধূলি নয়, ধূলি নয় হরি-চরণ-চিহ্ন-আঁকা এ যে হরি-চন্দন ধূলি নয়, ধূলি নয় এই ধূলি মাখিয়া, হ’য়ে পাগলিনী ফিরিব ‘শ্যাম শ্যাম’ ডাকিয়া। হব যোগিনী এই ধূলি-তিলক-আঁকিয়া॥ (সখি গো) শুনিয়াছি দূতি মুখে, প্রিয়তম আছে সুখে সেই মম পরম প্রসাদ। ভুলিয়া এ রাধিকায়, সে যদি সুখ পায় তার সে সুখে সাধিব না বাদ॥ আমার দীরঘ শ্বাসে উৎসব-বাতি তার যদি নিভে যায়। তাই ওলো ললিতা আমি হব ধূলি-দলিতা যাব না লো তার মথুরায়॥ আমি মথুরায় যাব, না গেলে মথুরাতে মোর শ্যামে আর ফিরে পাব না। (সখি গো) হারানো মানিক কভু ফিরে লোকে পায় হারানো হৃদয় ফিরে নাহি পাওয়া যায়॥ Englishyā sakhi yā torā gokule phire| ye pathe śhyāmarāẏ cha’le gechhe mathurāẏ kām̐dite de la’ẏe sei path dhūlire|| e to dhūli naẏ, dhūli naẏ hari-charaṇ-chihn-ām̐kā e ye hari-chandan dhūli naẏ, dhūli naẏ ei dhūli mākhiẏā, ha’ẏe pāglinī phirib ‘śhyām śhyām’ ḍākiẏā| hab yoginī ei dhūli-tilak-ām̐kiẏā|| (sakhi go) śhuniẏāchhi dūti mukhe, priẏatam āchhe sukhe sei mam param prasād| bhuliẏā e rādhikāẏ, se yadi sukh pāẏ tār se sukhe sādhib nā bād|| āmār dīragh śhbāse utsab-bāti tār yadi nibhe yāẏ| tāi olo lalitā āmi hab dhūli-dalitā yāb nā lo tār mathurāẏ|| āmi mathurāẏ yāb, nā gele mathurāte mor śhyāme ār phire pāb nā| (sakhi go) hārāno mānik kabhu phire loke pāẏ hārāno hṛdaẏ phire nāhi pāoẏā yāẏ||