Title (Indic)উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliউচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল ব্রজের আলু পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু।। রসঘন রসুনের সে গন্ধতুত দাদা, ও দাদা রস কিছু কম হলে হতো আম আদা, ও দাদা সেআরো খানিক ডাগর হলে ঐ হতো ওল, ব্রজের আলু।। পরম বৈষ্ণব সে যে ফল-দল মাঝে – ও দাদা হের তার শিরে চৈতন-চুট্কী বিরাজে – ও দাদা আবারমাথাটি বাবাজীর মতো চাঁচাছোলা গোল তারমাথাটি বাবাজীর মতো চাঁচা ছোলা গোল, ব্রজের আলু।। কাঁদেছল ক’রে সব বিরহিণী ইহাকে থ্যাত্লাতে – ও দাদা চক্ষু বুজে পন্ডিতে খান, বলেন ‘আলুভাতে’– ও দাদা ওরেপাতে তুলেছি তুলব জাতে ব’দলে এবার ভোল, ব্রজের আলু।। Englishuchchhe nahe, jhiṅe nahe, nahe se paṭal brajer ālu piẏā hate janam tāi pi’ẏāj suḍol brajer ālu|| rasghan rasuner se gandhatut dādā, o dādā ras kichhu kam hale hato ām ādā, o dādā seāro khānik ḍāgar hale ai hato ol, brajer ālu|| param baiṣhṇab se ye phal-dal mājhe – o dādā her tār śhire chaitan-chuṭkī birāje – o dādā ābāramāthāṭi bābājīr mato chām̐chāchholā gol tāramāthāṭi bābājīr mato chām̐chā chholā gol, brajer ālu|| kām̐dechhal ka’re sab birhiṇī ihāke thyātlāte – o dādā chakṣhu buje panḍite khān, balen ‘ālubhāte’– o dādā orepāte tulechhi tulab jāte ba’dale ebār bhol, brajer ālu||