Title (Indic)তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliতুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি।। আমার আকাশ আঁধার কালো তোমার তখন রাত পোহালো তুমি এলে তরুণ-আলো তখন আমার মন রাঙেনি।। ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন পূর্ণ শশী এলে যবে, আঁধার-ঘরে একেলা জাগি হে চাঁদ আবার আসবে কবে। আজকে আমার ঘুম টুটেছে বনে আমার ফুল ফুটেছে ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ-বেনী।। Englishtumi yakhan esechhile takhan āmār ghum bhāṅeni mālā yakhan cheẏechhile bane takhan phul jāgeni|| āmār ākāśh ām̐dhār kālo tomār takhan rāt pohālo tumi ele taruṇ-ālo takhan āmār man rāṅeni|| ogo ruddh chhil mor bātāẏan pūrṇ śhaśhī ele yabe, ām̐dhār-ghare ekelā jāgi he chām̐d ābār āsbe kabe| ājke āmār ghum ṭuṭechhe bane āmār phul phuṭechhe phele yāoẏā tomāri mālāẏ bem̐dhechhi mor binod-benī||