Title (Indic)ও কালো বউ জল আনিতে যেয়ো না WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল। তোমায় দেখে শিউরে ওঠে কাজ্লা দীঘির কালো জল। ওগো কাজ্লা দীঘির কালো জল।। দেখে তোমার কালো আঁখি কালো কোকিল ওঠে ডাকি’ তোমার চোখের কাজল মাখি’ হয় সজল ঐ মেঘ-দল ওগো হয় সজল ঐ মেঘ-দল।। তোমার কালো রূপের মায়া দুপুর রোদে শীতল ছায়া কচি অশথ্ পাতায় টলে ঐ কালো রূপ টলমল।। ভাদর মাসের ভরা ঝিলে তোমার রূপের আদর মিলে গো- তোমার তনুর নিবিড় নীলে আকাশ করে টলমল। ঐ আকাশ করে টলমল।। Englisho kālo ba̮u! jal ānite yeẏo nā ār bājiẏe mal| tomāẏ dekhe śhiure oṭhe kājlā dīghir kālo jal| ogo kājlā dīghir kālo jal|| dekhe tomār kālo ām̐khi kālo kokil oṭhe ḍāki’ tomār chokher kājal mākhi’ haẏ sajal ai megh-dal ogo haẏ sajal ai megh-dal|| tomār kālo rūper māẏā dupur rode śhītal chhāẏā kachi aśhath pātāẏ ṭale ai kālo rūp ṭalmal|| bhādar māser bharā jhile tomār rūper ādar mile go- tomār tanur nibir̤ nīle ākāśh kare ṭalmal| ai ākāśh kare ṭalmal||