Title (Indic)ও বন্ধু! দেখলে তোমায় বুকের মাঝে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliও বন্ধু! দেখলে তোমায়, বুকের মাঝে জোয়ার - ভাঁটা খেলে। আমি একলা ঘাটে কুলবধূ কেন তুমি এলে বন্ধু, কেন তুমি এলে।। ও বন্ধু, আমার অঙ্গে কাটা দিয়ে ওঠে বাজাও যখন বাঁশি আমি খিড় কি দুয়ার দিয়ে বন্ধু, জল ভরিতে আসি ভেসে’ নয়ন-জলে ঘরে ফিরি ঘাটে কলস ফেলে।। আমার পাড়ায়, বন্ধু, তোমার নাম যদি নেয় কেউ বুকে আমার দুলে ওঠে পদ্মা নদীর ঢেউ বন্ধু পদ্মা নদীর ঢেউ। ওগো ও চাঁদ, এনো না আর দু’কূল-ভাঙা এমন জোয়ার কত ছল ক’রে জল লুকাই চোখের কাঁচা কাঠে আগুন জ্বেলে।। Englisho bandhu! dekhle teাmāẏ, buker mājhe jeাẏār - bhām̐ṭā khele| āmi eklā ghāṭe kulabdhū ken tumi ele bandhu, ken tumi ele|| o bandhu, āmār aṅge kāṭā diẏe oṭhe bājāo yakhan bām̐śhi āmi khir̤ ki duẏār diẏe bandhu, jal bharite āsi bhese’ naẏan-jale ghare phiri ghāṭe kalas phele|| āmār pār̤āẏ, bandhu, teাmār nām yadi neẏ keu buke āmār dule oṭhe padmā nadīr ḍheu bandhu padmā nadīr ḍheu| ogeা o chām̐d, eneা nā ār du’kūl-bhāṅā eman jeাẏār kat chhal ka’re jal lukāi cheাkher kām̐chā kāṭhe āgun jbele||