Title (Indic)মা এসেছে মা এসেছে মা এসেছে রে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliমা এসেছে, মা এসেছে, মা এসেছে রে মা এসেছে, মা এসেছে উঠ্ল কলরোল। (ওরে) দিকে দিকে বেজে ওঠে সানাই কাঁসর ঢোল॥ ভরা নদীর কূলে কূলে, শিউলি শালুক পদ্মফুলে। মায়ের আসার আভাস দুলে আনন্দ-হিল্লোল, সেই খুশিতে পড়ল নিটোল নীল আকাশে টোল্॥ বিনা কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা, বে-হিসাবী করব খরচ সাধ যা আছে জমা। এক বছরের অতৃপ্তি ভাই, এই ক’দিনে কিসে মিটাই, কে জানে ভাই ফিরব কিনা আবার মায়ের কোল্ । আনন্দে আজ আনন্দকে পাগল ক’রে তোল্॥ Englishmā esechhe, mā esechhe, mā esechhe re mā esechhe, mā esechhe uṭhla kalrol| (ore) dike dike beje oṭhe sānāi kām̐sar ḍhol|| bharā nadīr kūle kūle, śhiuli śhāluk padmaphule| māẏer āsār ābhās dule ānand-hillol, sei khuśhite par̤al niṭol nīl ākāśhe ṭol|| binā kājer mātan re āj kāje de bhāi kṣhamā, be-hisābī karab kharach sādh yā āchhe jamā| ek bachhrer atṛpti bhāi, ei ka’dine kise miṭāi, ke jāne bhāi phirab kinā ābār māẏer kol | ānande āj ānandake pāgal ka’re tol||