Title (Indic)জাগো দুরন্ত পথের নব যাত্রী WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliজাগো দুরন্ত পথের নব যাত্রী জাগো জাগো! ঐ পোহাল তিমির রাত্রি।। দ্রীম দ্রীম দ্রীম রণ-ডঙ্কা শোন বোলে নাহি শঙ্কা! আমাদের সঙ্গে নাচে রণ-রঙ্গে দনুজ-দলনী বরাভয়-দাত্রী।। অসম্ভবের পথে আমাদের অভিযান যুগে যুগে করি মোরা মানুষেরে মহীয়ান। আমরা সৃজিয়া যাই নতুন যুগভাই মোরা নবতম ভারত-বিধাত্রী।। সাগরের শঙ্খ ঘন ঘন বাজে, রণ-অঙ্গনে চল কুচকাওয়াজে। বজ্রের আলোকে মৃত্যুর মুখে দাঁড়াব নির্ভীক উগ্র সুখে ভারত-রক্ষী মোরা নব শাস্ত্রী।। Englishjāgo durant pather nab yātrī jāgo jāgo! ai pohāl timir rātri|| drīm drīm drīm raṇ-ḍaṅkā śhon bole nāhi śhaṅkā! āmāder saṅge nāche raṇ-raṅge danuj-dalnī barābhaẏ-dātrī|| asambhaber pathe āmāder abhiyān yuge yuge kari morā mānuṣhere mahīẏān| āmrā sṛjiẏā yāi natun yugabhāi morā nabtam bhārat-bidhātrī|| sāgrer śhaṅkh ghan ghan bāje, raṇ-aṅgane chal kuchakāoẏāje| bajrer āloke mṛtyur mukhe dām̐r̤āb nirbhīk ugr sukhe bhārat-rakṣhī morā nab śhāstrī||