Title (Indic)হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliহেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় — সে যে আমার কমলিওয়ালা — কমলিওয়ালা।। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝ’রে ঝ’রে যায় — সে যে আমার কমলিওয়ালা — কমলিওয়ালা।। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় — সে যে আমার কমলিওয়ালা — কমলিওয়ালা।। Englishherā hate hele dule nūrānī tanu o ke āse hāẏ, sārā duniẏār heremer pardā khule khule yāẏ — se ye āmār kamalioẏālā — kamalioẏālā|| tār bhābe bibhol rāṅā pāẏer tale parbat jaṅgam ṭalmal ṭale, khormā khejur bādām jāphrāni phul jha’re jha’re yāẏ — se ye āmār kamalioẏālā — kamalioẏālā|| āsmāne megh chale chhāẏā dite, pāhār̤er ām̐su gale jharnār pānite, bijli chāẏ mālā hate, pūrṇimār chām̐d tār mukuṭ hate chāẏ — se ye āmār kamalioẏālā — kamalioẏālā||