Title (Indic)হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliহে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ। দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ। আমি গুনাহগার বে-খবর, নামাজ পড়ার ন্ই অবসর (তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।। তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই, খোদায় ডাকার সময় না পাই সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ।। Englishhe nāmājī! āmār ghare nāmāj par̤ āj| dilām tomār charaṇ-tale hṛdaẏ -jāẏanāmāj| āmi gunāhgār be-khabar, nāmāj par̤ār ni absar (tab) charaṇ-chhom̐ẏāẏ ei pāpīre kar saraphrāj|| tomār ojur pāni mochh āmār pirān diẏe āmār e ghar hok masjid tomār paraśh niẏe| ye śhaẏatāner phandite bhāi, khodāẏ ḍākār samaẏ nā pāi sei śhaẏatān yāk dūre, śhune takabīrer āoẏāj||