Title (Indic)হরি হে তুমি তাই দূরে থাক স’রে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliহরি হে তুমি তাই দূরে থাক স’রে হরি প্রভু বলে মোরা দূরে রাখি পাষাণ দেউলে রাখিয়াছি হায় তোমারে পাষাণ করে॥ তোমায় চেয়েছিল গোপিনীরা সেদিনও চেয়েছি মীরা ডেকে প্রিয়তম বলে তোমায় গোপাল বলিয়া ডাকিয়া পাইল যশোদা মা শচী কোলে অন্তরতম হতে নিশিদিন থাক তুমি অন্তরে॥ দেবতা ভাবিয়া পূজা দিই মোরা তুমি তাহা নাহি খাও তুমি লুকায়ে ভিখারি সাজিয়া মোদের পাতের অন্ন চাও। রাখাল ছেলের আধ খাওয়া ফল কেড়ে খাও তুমি হে চির সজল মোরা ভয় করি তাই লুকাইয়া থাক তুমি অভিমান ভরে॥ Englishhari he tumi tāi dūre thāk sa’re hari prabhu bale morā dūre rākhi pāṣhāṇ deule rākhiẏāchhi hāẏ tomāre pāṣhāṇ kare|| tomāẏ cheẏechhil gopinīrā sedinao cheẏechhi mīrā ḍeke priẏatam bale tomāẏ gopāl baliẏā ḍākiẏā pāil yaśhodā mā śhachī kole antartam hate niśhidin thāk tumi antare|| debtā bhābiẏā pūjā dii morā tumi tāhā nāhi khāo tumi lukāẏe bhikhāri sājiẏā moder pāter ann chāo| rākhāl chheler ādh khāoẏā phal ker̤e khāo tumi he chir sajal morā bhaẏ kari tāi lukāiẏā thāk tumi abhimān bhare||