Title (Indic)হায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliহায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে। হায় আকাশে সখি আজো কি সেই চাঁদ ওঠে।। সখি তাহার হাতের হেনা গাছে বুঝি প্রথম মুকুল ধরিয়াছে। হায় যমুনায়, বাঁশি বাজে কি আর ছায়ানটে।। শিয়রে জানালা খুলে দে বাহিরে চাহিয়া দেখি আমার বাগানে আবার বসন্ত আসিয়াছে কি? দেখি সে ডালিম ফুলে হায় আছে কি সে রঙ আগেকার। ও-বাড়ির ছাদের টবে সই বেলফুল ফুটলো কি আবার? আজি আসিবে সে মনে লাগে তারি আসার আভাস মনে জাগে হায় বুঝি তাই, মোর মরণ মধুর হয়ে ওঠে।। Englishhāẏ āṅināẏ sakhi ājo sei chām̐pā phoṭe| hāẏ ākāśhe sakhi ājo ki sei chām̐d oṭhe|| sakhi tāhār hāter henā gāchhe bujhi pratham mukul dhariẏāchhe| hāẏ yamunāẏ, bām̐śhi bāje ki ār chhāẏānṭe|| śhiẏare jānālā khule de bāhire chāhiẏā dekhi āmār bāgāne ābār basant āsiẏāchhe ki? dekhi se ḍālim phule hāẏ āchhe ki se raṅ āgekār| o-bār̤ir chhāder ṭabe sa̮i belphul phuṭlo ki ābār? āji āsibe se mane lāge tāri āsār ābhās mane jāge hāẏ bujhi tāi, mor maraṇ madhur haẏe oṭhe||