Title (Indic)গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliগুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় রূপে লাবেন্য মাধুরী ও শ্রীতে হুরী-পরী লাজ পায়।। নর নহে,নারী ইসলাম 'পরে প্রথম আনে ঈমান আম্মা খাদিজা জগতে সর্ব প্রথম মুসলমান। পুরুষের সব গৌরব ম্লান এক এই মহিমায়।। নবী-নন্দিনী ফাতেমা মোদের সতী-নারীদের রানী যাঁর গুণ-গাথা ঘরে ঘরে প্রতি নর-নারী আজো গায়।। রহিমার মত মহিমা কাহার তাঁর সম সতী কেবা নারী নয় যেন মূর্তি ধরিয়া এসেছিল পতি-সেবা মোদের খাওয়ালা জতের আলা বীরত্বে গরিমায়।। রাজ্য শাসনে রিজিয়ার নাম ইতিহাসে অক্ষয় শৌর্যে সাহসে চাঁদ-সুলতানা বিশ্বের বিস্ময় জেবুন্নেসার তুলনা কোথায়,জ্ঞানের তপস্যায়।। আঁধার হেরেমে বন্দিনী হল সহসা আলোর মেয়ে সেইদিন হতে ইসলাম গেল গ্লানির কালিতে ছেয়ে। লক্ষ খালেদ আসিবে যদি এ নারীরা মুক্তি পায়।। Englishguṇe garimāẏ āmāder nārī ādarśh duniẏāẏ rūpe lābeny mādhurī o śhrīte hurī-parī lāj pāẏ|| nar nahe,nārī islām 'pare pratham āne īmān āmmā khādijā jagte sarb pratham musalmān| puruṣher sab gaurab mlān ek ei mahimāẏ|| nabī-nandinī phātemā moder satī-nārīder rānī yām̐r guṇ-gāthā ghare ghare prati nar-nārī ājo gāẏ|| rahimār mat mahimā kāhār tām̐r sam satī kebā nārī naẏ yen mūrti dhariẏā esechhil pati-sebā moder khāoẏālā jater ālā bīratbe garimāẏ|| rājy śhāsne rijiẏār nām itihāse akṣhaẏ śhaurye sāhse chām̐d-sultānā biśhber bismaẏ jebunnesār tulnā kothāẏ,jñāner tapasyāẏ|| ām̐dhār hereme bandinī hal sahsā ālor meẏe seidin hate islām gel glānir kālite chheẏe| lakṣh khāled āsibe yadi e nārīrā mukti pāẏ||