Title (Indic)গোঠের রাখাল বলে দে রে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliগোঠের রাখাল, বলে দে রে কোথায় বৃন্দাবন। (যথা) রাখাল–রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ।। (যথা) দিনে রাতে মিলন–রাসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, (যা’র) পথের ধূলায় ছড়িয়ে আছে শ্রীহরি–চন্দন।। (যথা) কৃষ্ণ–নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, (যা’র) তমাল–বনে আজো মধুর কানুর নূপুর শোনা যায়। আজো যাহার কদম ডালে বেণু বাজে সাঁঝ–সকালে, নিত্য লীলা করে যথা মদন–মোহন।। Englishgoṭher rākhāl, bale de re kothāẏ bṛndāban| (yathā) rākhāl–rājā gopāl āmār khele anukṣhaṇ|| (yathā) dine rāte milan–rāse chām̐d hāse re chām̐der pāśhe, (yā’ra) pather dhūlāẏ chhar̤iẏe āchhe śhrīhri–chandan|| (yathā) kṛṣhṇ–nāmer ḍheu oṭhe re sunīl yamunāẏ, (yā’ra) tamāl–bane ājo madhur kānur nūpur śhonā yāẏ| ājo yāhār kadam ḍāle beṇu bāje sām̐jh–sakāle, nity līlā kare yathā madan–mohan||