Title (Indic)ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি – করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।। ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে; বনের কোলে বিলাপ করে সন্ধ্যা–রাণী চুল খুলি’।। কাল হ’তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরী, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি’। গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় – কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড় আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি’।। Englishghumiẏe gechhe śhrānt ha’ẏe āmār gāner bulbuli – karuṇ chokhe cheẏe āchhe sām̐jher jharā phulguli|| phul phuṭiẏe bhor belāte gān geẏe nīrab ha’la kon niṣhāder bān kheẏe; baner kole bilāp kare sandhyā–rāṇī chul khuli’|| kāl ha’te ār phuṭbe nā hāẏ latār buke mañjarī, uṭhchhe pātāẏ pātāẏ kāhār karuṇ niśhās marmari’| gāner pākhi gechhe ur̤e, śhūny nīr̤ – kaṇṭhe āmār nāi ye āger kathār bhīr̤ āleẏār e ālote ār āsbe nā keu kūl bhuli’||