Title (Indic)গেরুয়া রঙ মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliগেরুয়া রঙ মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়। সুরের নেশায় নুয়ে প'ড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়। আহা ভূঁই-কদম তারা পায়ে জড়ায়।। সুর শুনে তার সাঝেঁর ঠোটেঁ, বাঁকা শশীর হাসি ফোটে, গো-পথ বেয়ে ধেনু ছোটে রাঙা মাটির আবির ছড়ায়। তারা রাঙা মাটির আবির ছাড়ায়।। গগন গোঠে গ্রহ তারা সে সুর শুনে দিশেহারা হাটের পথিক ভেবে সারা ঘরে ফেরার পথ ভুলে যায়।। জল নিতে নদী কূলে কুলবালা কূল ভুলে সন্ধ্যা তারা প্রদীপ তুলে বাঁশুরিয়ার নয়নে চায়। তারা বাঁশুরিয়ার নয়নে চায়।। Englishgeruẏā raṅ meṭho pathe bām̐śhri bājiẏe ke yāẏ| surer neśhāẏ nuẏe pa'r̤e bhum̐i-kadam tār pāẏe jar̤āẏ| āhā bhūm̐i-kadam tārā pāẏe jar̤āẏ|| sur śhune tār sājhem̐r ṭhoṭem̐, bām̐kā śhaśhīr hāsi phoṭe, go-path beẏe dhenu chhoṭe rāṅā māṭir ābir chhar̤āẏ| tārā rāṅā māṭir ābir chhār̤āẏ|| gagan geাṭhe grah tārā se sur śhune diśhehārā hāṭer pathik bhebe sārā ghare pherār path bhule yāẏ|| jal nite nadī kūle kulbālā kūl bhule sandhyā tārā pradīp tule bām̐śhuriẏār naẏane chāẏ| tārā bām̐śhuriẏār naẏane chāẏ||