Title (Indic)গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliগগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ॥ চিত্তে কে নৃত্যে মাতে দোল লাগানো ছন্দে, মদির রঙের নেশায় অধীর আনন্দে, নাচিছে সমীরে পুষ্প, পাগল বসন্ত, বাজে মেঘ মৃদঙ।। প্রাণের তটে কামোদ নটে সুর বাজিছে সুমধুর – দুলে অলকানন্দ রাঙা তরঙ্গে শিখী কুরঙ্গ নাচে রঙিলা ভ্রুভঙ্গে, বাজিছে বুকে সুর-সারং কাফির সঙ্গ্ Englishgagne pabne āji chhar̤iẏe gechhe raṅ nikhil rāṅil raṅe aprūp ḍhaṅ|| chitte ke nṛtye māte dol lāgāno chhande, madir raṅer neśhāẏ adhīr ānande, nāchichhe samīre puṣhp, pāgal basant, bāje megh mṛdaṅ|| prāṇer taṭe kāmod naṭe sur bājichhe sumdhur – dule alakānand rāṅā taraṅge śhikhī kuraṅg nāche raṅilā bhrubhaṅge, bājichhe buke sur-sāraṁ kāphir saṅg