Title (Indic)গগনে খেলায় সাপ বরষা-বেদিনী WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliগগনে খেলায় সাপ বরষা-বেদিনী। দূরে দাঁড়ায়ে দেখে ভয়-ভীতা মেদিনী।। দেখায় মেঘের ঝাপি তুলিয়া ফনা তুলি’ বিদ্যুৎ-ফণি ওঠে দুলিয়া, ঝড়ের তুব্ড়িতে বাজে তার অশান্ত রাগিণী।। মহাসাগরে লুটায় তার সর্পিল অঞ্চল দিগন্তে দুলে তার এলোকেশ পিঙ্গল ছিটায় মন্ত্রপূত ধারাজল অবিরল তন্বী-মোহিনী।। অশনি-ডমরু ওঠে দমকি’ পাতালে বাসুকি ওঠে চমকি’ তার ডাক শুনে ছুটে আসে নদীজল যেন পাহাড়িয়া নাগিনী।। Englishgagne khelāẏ sāp barṣhā-bedinī| dūre dām̐r̤āẏe dekhe bhaẏ-bhītā medinī|| dekhāẏ megher jhāpi tuliẏā phanā tuli’ bidyut-phaṇi oṭhe duliẏā, jhar̤er tubr̤ite bāje tār aśhānt rāgiṇī|| mahāsāgre luṭāẏ tār sarpil añchal digante dule tār elokeśh piṅgal chhiṭāẏ mantrapūt dhārājal abiral tanbī-mohinī|| aśhni-ḍamru oṭhe damki’ pātāle bāsuki oṭhe chamki’ tār ḍāk śhune chhuṭe āse nadījal yen pāhār̤iẏā nāginī||