Title (Indic)এতো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliএতো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে আমি যেন হারিয়ে গেছি কোন ফুলবনে ওগো রঙিন স্বপনে।। আমি যেন চাঁদনি রাতে মিশিয়ে গিয়ে হাওয়ার সাথে গোপন প্রিয়ার গোপন কথা শুনছি গোপনে।। আমি যেন মৌমাছিদের হালকা পাখায় বসি কোন প্রেয়সী মন টানে মোর কোন সে রুপসী। আমি যেন কেমন করে মেতেছি মোর রূপের তরে অশান্ত যৌবনের একি বাহুর বাঁধনে।। Englisheteা ghum naẏ sa̮i naẏan bharā raṅin sbapne āmi yen hāriẏe gechhi keাna phulabne ogeা raṅin sbapne|| āmi yen chām̐dni rāte miśhiẏe giẏe hāoẏār sāthe geাpan priẏār geাpan kathā śhunchhi geাpane|| āmi yen meৗmāchhider hālkā pākhāẏ basi keাna preẏasī man ṭāne meাra keাna se rupsī| āmi yen keman kare metechhi meাra rūper tare aśhānt yeৗbaner eki bāhur bām̐dhne||