Title (Indic)এত কথা কি গো কহিতে জানে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliএত কথা কি গো কহিতে জানে চঞ্চল ঐ আঁখি নীরব ভাষায় কি যে ক'য়ে যায় ও সে মনের বনের পাখি।। বুঝিতে পারি না ঐ আঁখির ভাষা জলে ডুবে তবু মেটে না পিপাসা, আদর সোহাগ প্রেম ভালোবাসা অভিমান মাখামাখি।। মুদিত কমলে ভ্রমরেরি প্রায় বন্দী হইয়া কাঁদিয়া বেড়ায় চাহিয়া চাহিয়া মিনতি জানায় সুনীল আকাশে ডাকি'।। Englishet kathā ki go kahite jāne chañchal ai ām̐khi nīrab bhāṣhāẏ ki ye ka'ẏe yāẏ o se maner baner pākhi|| bujhite pāri nā ai ām̐khir bhāṣhā jale ḍube tabu meṭe nā pipāsā, ādar sohāg prem bhālobāsā abhimān mākhāmākhi|| mudit kamle bhramreri prāẏ bandī ha̮iẏā kām̐diẏā ber̤āẏ chāhiẏā chāhiẏā minti jānāẏ sunīl ākāśhe ḍāki'||