Title (Indic)এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliএসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল কাজল বর্ণা এসো জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো।। উপল নুড়িতে কাঁকন চুড়িতে রিনি ঠিনি ছন্দে বন্য আনন্দে এসো এসো ছলছল ঝলমল আঁচল লুটিয়ে এসো।। তৃষ্ণায় ডাকে কূলে কূলে হরিণী আনো কৃষ্ণার জল নির্ঝরিণী। ফুলবনে ভ্রমর দল জুটিয়ে এসো।। এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারা আনো চক্ষে শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে আনো পরমায়ু এসো পাষাণ-কারারঘুম টুটিয়ে এসো।। নাটকঃ‘মদিনা’ Englisheseা eseা pāhār̤i jharṇā megh sajal kājal barṇā eseা jal chhiṭiẏe phul phuṭiẏe eseা|| upal nur̤ite kām̐kan chur̤ite rini ṭhini chhande bany ānande eseা eseা chhalchhal jhalmal ām̐chal luṭiẏe eseা|| tṛṣhṇāẏ ḍāke kūle kūle hariṇī āneা kṛṣhṇār jal nirjhariṇī| phulabne bhramar dal juṭiẏe eseা|| eseা tapt dharār bakṣhe, śhānti dhārā āneা chakṣhe śhītal heাka khartar bāẏu, nirjīb prāntare āneা paramāẏu eseা pāṣhāṇ-kārārghum ṭuṭiẏe eseা|| nāṭakaḥ‘madinā’