Title (Indic)এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliএলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল।। এই একমাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল।। বন্দী রহে এই মাসে শয়তান মালাউন (তার) এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ। ভোগ বিলাসে মাখলি যে পাঁক রমজানে তা হবে রে সাফ এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল।। Englisheleা ramajāneri chām̐d ebār duniẏādāri bheাla sārā baraṣh chhili gāphel ebār ām̐khi kheাla|| ei ekmās reাjā rekhe parhej thāk gunāh theke kiẏāmter niẏāmat teাra jhuli bhare teাla|| bandī rahe ei māse śhaẏatān mālāun (tār) ei māse yā karbi saoẏāb darjā hājār guṇ| bheাga bilāse mākhli ye pām̐k ramjāne tā habe re sāph ephtāre teাra kar re sāmān āllā rasul beাla||