Title (Indic)একটুখানি দাও অবসর বসতে কাছে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliএকটুখানি দাও অবসর বসতে কাছে, তোমায় আমার অনেক যুগের অনেক কথা বলার আছে।। গ্রহ ঘিরে উপগ্রহ, ঘোরে যেমন অহরহ; আমার আকুল এ বিরহ তেমনি প্রিয় তোমায় যাচে॥ চিরকালই রইলে তুমি আমার পাওয়ার বহুদূরে আজকে ক্ষণিক কইব কথা সকরুণ গানের সুরে। করব পূজা গানে গানে, চাইব না আর নয়ন পানে; আমার চোখের অশ্রুলেখা দেখে তুমি চেন পাছে॥ Englishekaṭukhāni dāo absar baste kāchhe, tomāẏ āmār anek yuger anek kathā balār āchhe|| grah ghire upagrah, ghore yeman ahrah; āmār ākul e birah temni priẏ tomāẏ yāche|| chirakāla̮i ra̮ile tumi āmār pāoẏār bahudūre ājke kṣhaṇik ka̮ib kathā sakruṇ gāner sure| karab pūjā gāne gāne, chāib nā ār naẏan pāne; āmār chokher aśhrulekhā dekhe tumi chen pāchhe||