Title (Indic)দুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয় কবে সে ডুবিলি অতল পাথারে উঠিলি না আর হায় মা হায়॥ মন্থনে শুধু উঠে হলাহল শিব নাই পান কে করে গরল অমৃত ভান্ড লয়ে আয় মাগো জ্বলিয়া মরি বিষের জ্বালায়॥ হরিৎ ক্ষেত্রে সোনার শস্যে দুলে না আর তোর আঁচল শুকায়েছে মাগো মায়ের স্তন্য গাভীর দুগ্ধ নদীর জল। চাই না মোক্ষ চাই মা বাঁচিতে অক্ষয় আয়ু লয়ে ধরণীতে চাই প্রাণ চাই ক্ষুধায় অন্ন মুক্ত আলোকে মুক্ত বায়॥ Englishduḥkh sāgar manthan śheṣh bhāratalakṣhmī āẏ mā āẏ kabe se ḍubili atal pāthāre uṭhili nā ār hāẏ mā hāẏ|| manthane śhudhu uṭhe halāhal śhib nāi pān ke kare garal amṛt bhānḍ laẏe āẏ māgo jbaliẏā mari biṣher jbālāẏ|| harit kṣhetre sonār śhasye dule nā ār tor ām̐chal śhukāẏechhe māgo māẏer stany gābhīr dugdh nadīr jal| chāi nā mokṣh chāi mā bām̐chite akṣhaẏ āẏu laẏe dharṇīte chāi prāṇ chāi kṣhudhāẏ ann mukt āloke mukt bāẏ||