Title (Indic)দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে যায় কালের স্রোতে ওগো সুদূর ওগো বিধুর তোমার সাগর-তীর্থ -পথে।। বিফল দিনের কমলগুলি পড়লো ঝ'রে পাপড়ি খুলি' নিও প্রিয় তদের তুলি দিন শেষের ম্লান আলোতে।। সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে; তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে। অন্য মনে কখন বেভুল ভাসিয়ে দিলাম দলি সে ফুল বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোওয়া হ'তে।। Englishdinguli mor padmera̮i dal yāẏ bhese yāẏ kāler srote ogo sudūr ogo bidhur tomār sāgar-tīrth -pathe|| biphal diner kamalguli par̤lo jha're pāpr̤i khuli' nio priẏ tader tuli din śheṣher mlān ālote|| sañchit mor dinguli hāẏ chhar̤iẏe gel ayatne; tomār baraṇ-mālā gām̐thā halo nā ār e jībne| any mane kakhan bebhul bhāsiẏe dilām dali se phul bañchit tāi habe ki hāẏ tomār charaṇ-chhooẏā ha'te||