Title (Indic)দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে। কাজ ভুলে যাই (আমি), মন চ’লে যায় সুদূর দেশান্তরে।। তুলসী তলায় দীপ জ্বালিয়ে দূর আকাশে রই তাকিয়ে, সাঁঝের ঝরা ফুলের মতো অশ্রু বারি ঝরে।। আঁধার রাতে বাতায়নে একলা ব’সে থাকি, চাঁদকে শুধায় তোমার কথা ঘুমহারা মোর আঁখি। প্রভাত বেলায় গভীর ব্যথায় মন কেঁদে কয় তুমি কোথায়, শূন্য লাগে এ তিন ভুবন প্রিয় তোমার তরে।। Englishdiner sakal kājer mājhe teাmāẏ mane par̤e| kāj bhule yāi (āmi), man cha’le yāẏ sudūr deśhāntare|| tulsī talāẏ dīp jbāliẏe dūr ākāśhe ra̮i tākiẏe, sām̐jher jharā phuler mateা aśhru bāri jhare|| ām̐dhār rāte bātāẏane eklā ba’se thāki, chām̐dke śhudhāẏ teাmār kathā ghumhārā meাra ām̐khi| prabhāt belāẏ gabhīr byathāẏ man kem̐de kaẏ tumi keাthāẏ, śhūny lāge e tin bhuban priẏ teাmār tare||