Title (Indic)ধুলি-পিঙ্গল জটাজুট মেলে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliধুলি –পিঙ্গল জটাজুট মেলে। আমার প্রলয় সুন্দর এলে।। পথে –পথে ঝরা কুসুম ছড়ায়ে রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে, গৈরিক উত্তরী গগনে উড়ায়ে – রুদ্ধ ভবনের দুয়ার ঠেলে।। বৈশাখী পূর্নিমা চাঁদের তিলক তোমারে পরাব, মোর অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া সুরধুনি ঝরাব। যে–মালা নিলে না আমার ফাগুনে জ্বালা তারে তব রূপের আগুনে, মরণ দিয়া তব চরণ জড়াব হে মোর উদাসীন, যেওনা ফেলে।। Englishdhuli –piṅgal jaṭājuṭ mele| āmār pralaẏ sundar ele|| pathe –pathe jharā kusum chhar̤āẏe rikt śhākhāẏ kiśhalaẏ jar̤āẏe, gairik uttarī gagne ur̤āẏe – ruddh bhabner duẏār ṭhele|| baiśhākhī pūrnimā chām̐der tilak tomāre parāb, mor añchal diẏā tab jaṭā niṅār̤iẏā surdhuni jharāb| ye–mālā nile nā āmār phāgune jbālā tāre tab rūper āgune, maraṇ diẏā tab charaṇ jar̤āb he mor udāsīn, yeonā phele||