Title (Indic)ধীরে যায় ফিরে ফিরে চায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliধীরে যায় ফিরে ফিরে চায়। চলে নব অভিসারে, ভীরু কিশোরী, ওঠে পাতাটি নড়লে সে চম্কে।। হরিণ নয়নে সভয় চাহনি, আসিছে কে যেন দেখিবে এখনি পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে, আপন ছায়া হেরি ওঠে গা ছম্কে॥ ‘চোখ গেল চোখ গেল’ ডাকে পাপিয়া শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া; হায়, যার লাগি এত, কোথায় সে ঝিল্লি-রবে ভাবে কেউ হবে বনে ফুল ঝরার আওয়াজে দাঁড়ায় সে থম্কে॥ Englishdhīre yāẏ phire phire chāẏ| chale nab abhisāre, bhīru kiśhorī, oṭhe pātāṭi nar̤le se chamke|| hariṇ naẏane sabhaẏ chāhni, āsichhe ke yen dekhibe ekhni pathe se deẏ phele mukhar nūpur khule, āpan chhāẏā heri oṭhe gā chhamke|| ‘chokh gel chokh gel’ ḍāke pāpiẏā śhuniẏā śharme oṭhe kām̐piẏā; hāẏ, yār lāgi et, kothāẏ se jhilli-rabe bhābe keu habe bane phul jharār āoẏāje dām̐r̤āẏ se thamke||