Title (Indic)ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে।। যে ফুল ঝরিল ভোর রাতে সে ঘুমায় তাহার সাথে ঝরাপাতার মন্দিরে।। শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে' ধীরে বহ নদী সকরুণ গান গেয়ে। ছলছল চোখে শুকতারা হেরিছে পলক-হারা তার বিদায় বেলার সঙ্গীরে।। Englishdhīre bah bhorer hāoẏā dhīre bah dhīre ghumāẏe raẏechhe priẏā ei piẏāl nadīr tīre|| ye phul jharil bhor rāte se ghumāẏ tāhār sāthe jharāpātār mandire|| śhānt udās ākāśh nīrbe āchhe cheẏe' dhīre bah nadī sakruṇ gān geẏe| chhalchhal chokhe śhuktārā herichhe palak-hārā tār bidāẏ belār saṅgīre||