Title (Indic)ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।। পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যাঁরা মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি-ধারা উচ্চ-নীচের ভেদ ভাঙি দিল সবারো বক্ষ পাতি’।। কেবল মুসলমানের লাগিয়া আসেনি’ক ইসলাম সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম আমির ফকিরে ভেদ নাই – সবে ভাই, সব এক সাথি।। নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর্ সম অধিকার মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। আধার রাতির বোরখা উতারি এনেছি আশার-ভাতি।। Englishdharmer pathe śhahīd yāhārā āmrā sei se jāti sāmy-maitrī enechhi āmrā biśhbe karechhi jñāti|| pāp-bidagdh tṛṣhit dharār lāgiẏā ānil yām̐rā marur tapt bakṣh niṅār̤i śhītal śhānti-dhārā uchch-nīcher bhed bhāṅi dil sabāro bakṣh pāti’|| kebal musalamāner lāgiẏā āseni’ka islām satye ye chāẏ āllāẏ māne muslim tāri nām āmir phakire bhed nāi – sabe bhāi, sab ek sāthi|| nārīre pratham diẏāchhi mukti, nar sam adhikār mānuṣher gar̤ā prāchīr bhāṅiẏā kariẏāchhi ekākār| ādhār rātir borkhā utāri enechhi āśhār-bhāti||