Title (Indic)দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান হে খোদা, এ যে তোমারই হুকুম, তোমারই ফরমান।। এমনি তোমার নামের আছর – নামাজ রোজার নাই অবসর, তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ।। তকদিরে মোর এই লিখেছ হাজার গানের সুরে নিত্য দিব তোমার আজান আঁধার মিনার-চূড়ে। কাজের মাঝে হাটের পথে রণ-ভূমে এবাদতে আমি তোমার নাম শোনাব, করব শক্তি দান।। Englishdeśhe deśhe geẏe ber̤āi tomār nāmer gān he khodā, e ye tomāra̮i hukum, tomāra̮i pharmān|| emni tomār nāmer āchhar – nāmāj rojār nāi absar, tomār nāmer neśhāẏ sadā maśhgul mor prāṇ|| takdire mor ei likhechh hājār gāner sure nity dib tomār ājān ām̐dhār minār-chūr̤e| kājer mājhe hāṭer pathe raṇ-bhūme ebādte āmi tomār nām śhonāb, karab śhakti dān||