Title (Indic)দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী। শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব-দুলালী॥ আজ শান্ত সিন্ধু তীরে অশান্ত ঝড় থেমেছে রে, মা’র কালো রূপ উপ্চে পড়ে ছাপিয়ে ভুবন গগন-ডালি॥ আজ অভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি, আনন্দে তাই বসন ফেলি’ মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি, ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন মায়ের কোলে শিশুর মতন, পায়ের লোভে মনের বনে ফুল ফুটেছে পাঁচমিশালি॥ Englishdekhe yāre rudrāṇī mā sejechhe āj bhadrakālī| śhrānt haẏe ghumiẏe āchhe śhmaśhān mājhe śhib-dulālī|| āj śhānt sindhu tīre aśhānt jhar̤ themechhe re, mā’ra kālo rūp upche par̤e chhāpiẏe bhuban gagan-ḍāli|| āj abhaẏār oṣhṭhe jāge śhubhr karuṇ śhānt hāsi, ānande tāi basan pheli’ mahendr ai bājāẏ-bām̐śhi, ghumiẏe āchhe biśhb bhuban māẏer kole śhiśhur matan, pāẏer lobhe maner bane phul phuṭechhe pām̐chamiśhāli||