Title (Indic)দেখে যারে দুল্হা সাজে সেজেছেন মোদের নবী WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদেখে যারে দুল্হা সাজে সেজেছেন মোদের নবী। বর্ণিতে সে রূপ মধুর হার মানে নিখিল কবি॥ আওলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি, আসমানে যায় মশাল জ্বেলে গ্রহ তারা চাঁদ রবি॥ হুর পরী সব গায় নাচে আজ, দেয় ‘মোবারকবাদ্’ আলম্, আর্শ কুর্শি ঝুঁকে পড়ে দেখতে সে মোহন ছবি॥ আজ আরশের বাসর ঘরে হবে মোবারক রুয়ৎ, বুকে খোদার ইশ্ক নিয়ে নওশা ঐ আল-আরবি॥ Englishdekhe yāre dulhā sāje sejechhen moder nabī| barṇite se rūp madhur hār māne nikhil kabi|| āoliẏā ār āmbiẏā sab pichhe chale barāti, āsmāne yāẏ maśhāl jbele grah tārā chām̐d rabi|| hur parī sab gāẏ nāche āj, deẏ ‘mobārakabād’ ālam, ārśha kurśhi jhum̐ke par̤e dekhte se mohan chhabi|| āj ārśher bāsar ghare habe mobārak ruẏat, buke khodār iśhk niẏe naośhā ai āl-ārbi||