Title (Indic)দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে ভিখারিনী বেশে সেথা দেখেছি মোর মাকে মোর অন্নপূর্ণা মাকে॥ অহংকারের প্রদীপ নিয়ে স্বর্গে মাকে খুঁজি মা ফেরেন ধূলি পথে যখন ঘটা করে পূজি ঘুরে ঘুরে দূর আকাশে প্রণাম আমার ফিরে আসে যথায় আতুর সন্তানে মা কোল বাড়ায়ে ডাকে॥ নামতে নারি তাদের কাছে সবার নীচে যারা তাদের তরে আমার জগন্মাতা সর্বহারা। অপমানের পাতাল তলে লুকিয়ে যারা আছে তোর শ্রীচরণ রাজে সেথা নে মা তাদের কাছে আনন্দময় তোর ভুবনে আনব কবে বিশ্বজনে আমি দেখব জ্যোতির্ময়ী রূপে সেদিন তমসাকে আমার অন্নপূর্ণা মাকে॥ Englishdīner hate dīn duḥkhī adham yethā thāke bhikhārinī beśhe sethā dekhechhi mor māke mor annapūrṇā māke|| ahaṁkārer pradīp niẏe sbarge māke khum̐ji mā pheren dhūli pathe yakhan ghaṭā kare pūji ghure ghure dūr ākāśhe praṇām āmār phire āse yathāẏ ātur santāne mā kol bār̤āẏe ḍāke|| nāmte nāri tāder kāchhe sabār nīche yārā tāder tare āmār jaganmātā sarbahārā| apamāner pātāl tale lukiẏe yārā āchhe tor śhrīchraṇ rāje sethā ne mā tāder kāchhe ānandamaẏ tor bhubne ānab kabe biśhbajne āmi dekhab jyotirmaẏī rūpe sedin tamsāke āmār annapūrṇā māke||