Title (Indic)দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ, আমি তোমার প্রিয়া হওয়ার দুঃখ লব। জানি জানি হে উদাসীন দুঃখ পাব অন্ত বিহীন বঁধুর আঘাত মধুর যে নাথ সে গরবে সকল সব।। তোমার যারা সেবিকা নাথ, আমি নাহি তাদের দলে, সবর্নাশের আশায় আমি ভেসেছি প্রেম পাথার জলে। দয়া যে চায় যাচুক চরণ আমার আশা করব বরণ বিরহে হোক মধুর মরণ, আজীবন সুদূরে রব।। Englishdāsī hate chāi nā āmi he śhyām kiśheাra ballabh, āmi teাmār priẏā haoẏār duḥkh lab| jāni jāni he udāsīn duḥkh pāb ant bihīn bam̐dhur āghāt madhur ye nāth se garbe sakal sab|| teাmār yārā sebikā nāth, āmi nāhi tāder dale, sabarnāśher āśhāẏ āmi bhesechhi prem pāthār jale| daẏā ye chāẏ yāchuk charaṇ āmār āśhā karab baraṇ birhe heাka madhur maraṇ, ājīban sudūre rab||