Title (Indic)দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliদাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন, কেঁদে দু’ নয়ন হ’ল অন্ধ। আকাশ বাতাস ঘেরা, তব ও মন্দির বেড়া আর কতকাল রবে বন্ধ॥ পাখি যেমন সন্ধ্যাকালে, বন্ধু-স্বজন পালে পালে উড়ে এসে ব’সেছিল ডালে হে। রাত পোহালে একে এক, উড়ে গেল দিগ্বিদিকে, প’ড়ে আছি একা নিরানন্দ। টুটিল বাঁধন মায়ার, কবে শুনিব এবার ও রাঙা চরণ নূপুর ছন্দ॥ দুখ-শোক রৌদ্রজলে, ফেলে মোরে পলে পলে ছলিতেছ হরি কত ছল হে জীবনের বোঝা প্রভু, বহিতে কি হবে তবু সহিতে পারি না আর দ্বন্দ্ব। মরণের সোনার ছোঁওয়ায়, ডেকে লও ও রাঙা পায় দেখাও এবার মুখ-চন্দ॥ Englishdāo dāo darśhan padm-palāśh lochan, kem̐de du’ naẏan ha’la andh| ākāśh bātās gherā, tab o mandir ber̤ā ār katkāl rabe bandh|| pākhi yeman sandhyākāle, bandhu-sbajan pāle pāle ur̤e ese ba’sechhil ḍāle he| rāt pohāle eke ek, ur̤e gel digbidike, pa’r̤e āchhi ekā nirānand| ṭuṭil bām̐dhan māẏār, kabe śhunib ebār o rāṅā charaṇ nūpur chhand|| dukh-śhok raudrajle, phele more pale pale chhalitechh hari kat chhal he jībner bojhā prabhu, bahite ki habe tabu sahite pāri nā ār dbandb| marṇer sonār chheাm̐oẏāẏ, ḍeke lao o rāṅā pāẏ dekhāo ebār mukh-chand||