Title (Indic)চুড়ির তালে নুড়ির মালা WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliচুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো – খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি। কালো ছোঁড়ার কাঁকাল ধ’রে নাচে মাতাল ছুঁড়ি লো।। মহুয়া মদের নেশা পিয়ে বুঁদ হয়েছে বৌয়ে–ঝিয়ে চাঁদ ছুটছে মনকে নিয়ে ডুরি ছেঁড়া ঘুড়ি (যেন) লো।। বাজে নুপূর পাঁইজোড় সারা গায়ে নাচের ঘোর ওলো লেগেছে, মন হ’ল নেশায় বিভোর; ওই আকাশে চাঁদ হের মেঘের সাথে যেন করে খুনসুড়ি লো।। Englishchur̤ir tāle nur̤ir mālā rinijhini bāje lo – khom̐pāẏ dole buno phuler kum̐r̤i| kālo chhom̐r̤ār kām̐kāl dha’re nāche mātāl chhum̐r̤i lo|| mahuẏā mader neśhā piẏe bum̐d haẏechhe bauẏe–jhiẏe chām̐d chhuṭchhe manke niẏe ḍuri chhem̐r̤ā ghur̤i (yen) lo|| bāje nupūr pām̐ijor̤ sārā gāẏe nācher ghor olo legechhe, man ha’la neśhāẏ bibhor; oi ākāśhe chām̐d her megher sāthe yen kare khunsur̤i lo||