Title (Indic)চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliচুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে শুনি নদীর নীল জলে জোয়ার উথলে।। বাজে পায়ে পাঁইজোর ঘুঙুর ঝুমুর ঝুমুর গাহে পাপিয়া পিয়া পিয়া শুনি সে সুর শত পরান হতে চায় ঐ চরণে নূপুর হৃদি হতে চায় চাবি তাহার আঁচলে।। পথিকে বধিতে কি নদীতে সে জলকে যায় ছল চল বলি তাহার কলসিতে জল ছ’লকে যায় কাজল-ঘন চোখে বিজলি জ্বালা ঝলকে যায় মন-পতঙ্গ ধায় ঐ আঁখির অনলে শুনি নদীর নীল জলে জোয়ার উথলে।। Englishchur̤i kiṅkinī rini rin jhini bīṇ bājāẏe chale śhuni nadīr nīl jale jeাẏār uthle|| bāje pāẏe pām̐ijeাra ghuṅur jhumur jhumur gāhe pāpiẏā piẏā piẏā śhuni se sur śhat parān hate chāẏ ai charṇe nūpur hṛdi hate chāẏ chābi tāhār ām̐chle|| pathike badhite ki nadīte se jalke yāẏ chhal chal bali tāhār kalsite jal chha’lake yāẏ kājal-ghan cheাkhe bijli jbālā jhalke yāẏ man-pataṅg dhāẏ ai ām̐khir anle śhuni nadīr nīl jale jeাẏār uthle||