চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও?
কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
তুমি শিস্ দিয়ে গান গাও
তুমি কুটিল চোখে চাও।।
তীর-ধনুক নিয়ে সারাবেলা
ও শিকারি, এ কি খেলা?
শাল গাছেরই ডাল ভাঙিয়া একটু বাতাস খাও।।
কাঁকর-ভরা কাঁটার পথে (আজ) নাই শিকারে গেলে,
অশথ্-তলে বাজাও বাঁশি (তোমার) হাতের ধনুক ফেলে’।
তোমার কালো চোখের কাজল নিয়ে
ঝিল উঠেছে ঝিল্মিলিয়ে, ঝিল্মিলিয়ে।
ঐ কমল ঝিলের শাপলা নিয়ে বাঁশিখানি দাও।।