Title (Indic)ছন্দের বন্য হরিণী অরণ্যা WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliছন্দের বন্য হরিণী অরণ্যা চলে গিরি-কন্যা চঞ্চল ঝর্ণা নন্দন-পথ-ভোলা চন্দন-বর্ণা।। গাহে গান ছায়ানটে, পর্বতে শিলাতটে লুটায়ে পড়ে তীরে শ্যামল ওড়না।। ঝিরি ঝিরি হাওয়ায় ধীরি ধীরি বাজে তরঙ্গ-নূপুর বন-পথ মাঝে। এঁকেবেকে নেচে যায় সর্পিল ভঙ্গে কুরঙ্গ সঙ্গে অপরূপ রঙ্গে গুরু গুরু বাজে তাল মেঘ-মৃদঙ্গে তরলিত জোছনা-বালিকা অপর্ণা।। Englishchhander bany hariṇī araṇyā chale giri-kanyā chañchal jharṇā nandan-path-bholā chandan-barṇā|| gāhe gān chhāẏānṭe, parbate śhilātṭe luṭāẏe par̤e tīre śhyāmal or̤nā|| jhiri jhiri hāoẏāẏ dhīri dhīri bāje taraṅg-nūpur ban-path mājhe| em̐kebeke neche yāẏ sarpil bhaṅge kuraṅg saṅge aprūp raṅge guru guru bāje tāl megh-mṛdaṅge tarlit jochhnā-bālikā aparṇā||